About Course
তোমরা কুরআন তিলাওয়াত কর। কেননা কুরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।
“যে মুমিন কুরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলালেবুর মত, যা সুস্বাদু ও সুঘ্রাণযুক্ত। আর যে মুমিন কুরআন তিলাওয়াত করে না, তার দৃষ্টান্ত খেজুরের ন্যায় যার কোনো ঘ্রাণ নেই কিন্তু তার স্বাদ মিষ্টি।”
-বুখারী: ৫৪২৭; মুসলিম: ২৪৩
কাের্সটি কেনো করবেন?
কোরআনের মজলিসে আল্লাহ সুবহানাহু তায়ালার বিশেষ রহমত বর্ষিত হয়, যারা কোরআন চর্চায় মগ্ন থাকে, তারা আল্লাহর রহমতে বেষ্টিত থাকে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘নবী (সা.) বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে, তখন তাদের ওপর শান্তি বর্ষিত হয়, তাদের রহমত ঢেকে নেয়, ফেরেশতাগণ তাদের ঘিরে রাখে, এবং আল্লাহ তাঁর নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করেন। (আবু দাউদ, হাদিস : ১৪৫৫)
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরআন অধ্যয়নে পারদর্শী ব্যক্তি মর্যাদাবান লিপিকার মালায়িকাহ্’র (ফেরেশ্তাগণের) সাথী হবে। আর যে ব্যক্তি কুরআন অধ্যয়ন করে ও যে এতে আটকে যায় এবং কুরআন তার জন্য কষ্টদায়ক হয়, তাহলে তার জন্য দু’টি পুরস্কার। (বুখারী, মুসলিম)
আমরাও চাই আল্লাহ সুবহানাহু তায়ালার রহমত আমাদের উপর বর্ষিত হােক। আমরাও চাই কুরআন পাঠে দক্ষতা অর্জনের মাধ্যমে আখিরাতে সম্মানিত নেককার ফেরেশতাদের সাথে থাকতে। আমরাও কি চাই না কুরআন আমাদের জন্য আখিরাতে সুপারিশ করুক?তাজবীদ জানা সত্ত্বেও তিলাওয়াত করার সময় কি কুরআন তেলোওয়াত ঠিকঠাক হচ্ছে কি না এমন সন্দেহ আসে? যার ফলে কুরআন তিলাওয়াত অশুদ্ধ হচ্ছে?
নাজেরা কোর্সের মাধ্যমে পবিত্র কুরআনের রিডিং পাঠ শিক্ষা দেওয়া হবে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পবিত্র কুরআন পড়ে খতম করতে পারবে। এখানে নাজেরা কাের্সটি Women’s Online Education Academy অভিজ্ঞ উস্তাযা দ্বারা করানো হবে ইনশাআল্লাহ।
কাের্স সম্পর্কে তথ্যঃ
- কাের্সের মডিউল: সম্পূর্ণ কুরআন খতম
- কাের্সটি কাদের জন্য: শুধু মাত্র বােনদের জন্য।
- কাের্স করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন?ঃ এই কাের্সের জন্য তাজবীদ(বেসিক লেভেল) জানা আবশ্যক!
- কাের্স ডিওরেশনঃ ৯ মাস
ক্লাসের সময়ঃ
- প্রথম শিফট ভোরঃ ৬:০০ ঘটিকায়
- দ্বিতীয় শিফট সন্ধ্যাঃ ৭:০০ ঘটিকায়
- তৃতীয় শিফট রাতঃ ৮:০০ ঘটিকায়
- চতুর্থ শিফট রাতঃ ৯:০০ ঘটিকায
স্টুডেন্ট পছন্দের মতো ব্যাচ সিলেক্ট করবে।
- সপ্তাহ ক্লাসঃ শনিবার,সোমাবার,বুধবার,শুক্রবার।
- ক্লাস রেকর্ড থাকবে ; না
- ভর্তি ফিঃ ৫০০৳
মাসিক ফিঃ ৫০০৳